৭ দিনব্যাপী একুশে টেলিভিশনের বর্ণাঢ্য ঈদ আয়োজন
প্রকাশিত : ১৭:৫৮, ৩০ মার্চ ২০২৫

ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও উৎসবের এক বিশেষ দিন। এই উৎসবকে ঘিরে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি) এবারও দর্শকদের জন্য নিয়ে এসেছে সাত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। ঈদের দিন থেকে শুরু হয়ে পুরো সপ্তাহজুড়ে চলবে বিনোদনের এই বিশেষ আয়োজন। যেখানে থাকবে ইসলামিক অনুষ্ঠান, বাংলা চলচ্চিত্র, একক নাটক, সিরিয়াল, সেলিব্রিটি টক শো, সংগীতানুষ্ঠান এবং বিশেষ নাটক।
সকাল থেকে শুরু বিনোদনের রঙিন যাত্রা
প্রতিদিনের শুরুতেই থাকবে ইসলামিক অনুষ্ঠান "আল-ইকরা", যা ঈদের বিশেষ তাৎপর্য ও শিক্ষা নিয়ে দর্শকদের মন ছুঁয়ে যাবে। এরপর সকাল ৬:৩০ থেকে থাকছে "ফোন ও লাইভ কনসার্ট", যা সংগীতপ্রেমীদের জন্য এক বিশেষ উপহার। সকাল ৯:২০ থেকে ১১:০০ পর্যন্ত দর্শকরা উপভোগ করতে পারবেন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র, যেখানে শাকিব খান, মান্না, অনন্ত জলিল, মৌসুমী, শাবনূরসহ দেশের শীর্ষস্থানীয় তারকাদের অংশগ্রহণে অসাধারণ কিছু সিনেমা প্রচারিত হবে।
দুপুর ও বিকেল: এক ঝাঁক সুপারহিট বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিক নাটক
দুপুর ১২:০০ থেকে ২:০০ পর্যন্ত বাংলা সিনেমার বিশেষ সময়সূচি থাকছে, যেখানে "জীবন মরণের সাথী", "নির্শার্থ ভালোবাসা", "মোস্ট ওয়েলকাম" এবং "দ্য স্পিড" এর মতো জনপ্রিয় সিনেমা সম্প্রচারিত হবে।
এমবি//
বিকেল ২:৩০ থেকে প্রচারিত হবে বিশেষ ৭ পর্বের ধারাবাহিক নাটক "ক্যাম্পাসের ভালোবাসা", যা মূলত তরুণ দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। প্রেম, বন্ধুত্ব ও ক্যাম্পাস জীবনের গল্প নিয়ে নির্মিত এই নাটক দর্শকদের জন্য এক অসাধারণ বিনোদনের উৎস হবে।
সন্ধ্যার একক নাটক ও সেলিব্রিটি টক শো
সন্ধ্যা ৬:০০ থেকে ৭:০০ পর্যন্ত একাধিক একক নাটকের সম্প্রচার থাকবে, যেখানে জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন। নাটকের নামগুলোর মধ্যে রয়েছে "আমি আবার আঙুল ধরতে চাই", "লোকাল হিরো", "আমার চা ওয়ালা", "ভালোবাসার শোক সভা" ইত্যাদি।
সন্ধ্যা ৭:২০ থেকে ৮:০০ পর্যন্ত থাকবে সেলিব্রিটি টক শো, যেখানে তারকারা তাদের ঈদের বিশেষ মুহূর্ত ও অভিজ্ঞতা শেয়ার করবেন। রাত ৮:০০ থেকে ৯:০০ পর্যন্ত চলবে এক ঘণ্টার একক নাটকের বিশেষ আয়োজন, যেখানে থাকবে দর্শকদের পছন্দের নাটক যেমন "ওটি চালাকের গলায় দড়ি", "চোরের শালা বাটপার", "বুয়ার বয়ফ্রেন্ড", "অফার", "তুমি কার?" ইত্যাদি।
গভীর রাতের বিশেষ আয়োজন
ঈদের রাতে বিনোদনপ্রেমীদের জন্য বিশেষ কিছু আয়োজন থাকছে একুশে টেলিভিশনের পর্দায়। রাত ১১:২০ থেকে ১:০০ পর্যন্ত প্রচারিত হবে "ফোন ও লাইভ কনসার্ট", যেখানে দর্শকরা সরাসরি জনপ্রিয় শিল্পীদের গানের পরিবেশনা উপভোগ করতে পারবেন।
রাত ২:৩০ থেকে ৩:০০ পর্যন্ত থাকবে সেলিব্রিটি টক শো, যেখানে দেশের তারকারা ঈদ উদযাপন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের নানা গল্প শেয়ার করবেন। এরপর রাত ৩:০০ থেকে ৪:০০ পর্যন্ত চলবে একাধিক একক নাটক, যা গভীর রাতের দর্শকদের জন্য এক বিশেষ বিনোদন হয়ে উঠবে।
ঈদ আনন্দকে দ্বিগুণ করবে একুশে টেলিভিশন
ঈদ উৎসব মানেই পরিবার ও আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। এই আনন্দকে আরও রঙিন ও উপভোগ্য করতে একুশে টেলিভিশনের সাত দিনব্যাপী ঈদ আয়োজন দর্শকদের জন্য নিয়ে আসছে বিনোদনের এক বিশাল সমাহার। নাটক, সিনেমা, সংগীত ও তারকাদের গল্প নিয়ে সাজানো এই বিশেষ আয়োজন ঈদ আনন্দকে আরও গভীর করবে।
এমন জমকালো অনুষ্ঠানমালা মিস করতে না চাইলে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায়, ঈদের আনন্দ উপভোগ করুন পরিবারসহ।
এমবি//